Esho Priyo Mon Rangaye

এসো প্রিয়, মন রাঙায়ে
ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে
মন রাঙায়ে

এসো প্রিয়, মন রাঙায়ে
ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে
মন রাঙায়ে

শোনো "পিউ পিউ" ডাকে পাপিয়া
মোরে সেই সুরে ডাকে "পিয়া পিয়া পিয়া"
শোনো "পিউ পিউ" ডাকে পাপিয়া
মোরে সেই সুরে ডাকে "পিয়া পিয়া পিয়া"
দিয়ো আদর-পরশ বুলায়ে, বুলায়ে, বুলায়ে
মন রাঙায়ে

এসো প্রিয়, মন রাঙায়ে
ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে
মন রাঙায়ে

যদি আন-কাজে ভুলে রহি
চলে যেয়ো না, চলে যেয়ো না, হে মোর বিরহী
যদি আন-কাজে ভুলে রহি
চলে যেয়ো না, চলে যেয়ো না, হে মোর বিরহী
দিয়ো প্রিয়, কাজ ভুলায়ে, ভুলায়ে, ভুলায়ে
মন রাঙায়ে

এসো প্রিয়, মন রাঙায়ে
ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে
মন রাঙায়ে



Credits
Writer(s): Kamal Dasgupta, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link