Joubana Sharashi Nire

যৌবনসরসীনীরে মিলনশতদল
যৌবনসরসীনীরে কোন্ চঞ্চল বন্যায়
টলোমল টলোমল যৌবনসরসীরে

শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন জাগে
তারি গন্ধকেশর মাঝে
এক বিন্দু নয়নজল
টলোমল টলোমল যৌবনসরসীরে

ধীরে বও ধীরে বও সমীরণ
সবেদন পরশন
ধীরে বও শঙ্কিত চিত্ত মোর
পাছে ভাঙে বৃন্তডোর
তাই অকারণ করুণায় মোর
আঁখি করে ছলোছল টলোমল
যৌবনসরসীনীরে যৌবনসরসীনীরে
মিলনশতদল যৌবনসরসীনীরে
মন চঞ্চলা বন্যা
টলোমল টলোমল যৌবনসরসীরে যৌবনসরসীরে
মিলনশতদল যৌবনসরসীনীরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link