Manush Achhey Apan Ghare

মানুষ আছে আপন ঘরে গো
মানুষ আছে আপন ঘরে
মানুষ আছে আপন ঘরে গো
মানুষ আছে আপন ঘরে
মন, তুই ভক্তি প্রেমের প্রদীপ জ্বেলে তারে
ভক্তি প্রেমের প্রদীপ জ্বেলে তারে
তালাশ করিয়া দেখলি না রে
মানুষ আছে আপন ঘরে গো
মানুষ আছে আপন ঘরে

নয় দরজায় পাতিয়া ফান্দ
আছে মানুষ বর্তমান, তুই চিনবি কেমন করে?
নয় দরজায় পাতিয়া ফাঁন্দ
আছে মানুষ বর্তমান, তুই চিনবি কেমন করে?
যেজন অনুরাগে প্রেম বৈরাগী রে মন
অনুরাগে প্রেম বৈরাগী রে মন
সে বিনে কেউ চিনবে না রে

মানুষ আছে আপন ঘরে গো
মানুষ আছে আপন ঘরে

অধম হরিচান্দে বলে
আমি হইলাম দিন দুই-চারই, যাবো রে মইলে
অধম হরিচান্দে বলে
আমি হইলাম দিন দুই-চারই, যাবো রে মইলে
আমার সাজানো বাগান পড়ে রবে রে মন
সাজানো বাগান পড়ে রবে রে মন
পাইলাম না মনের মানুষ রে

মানুষ আছে আপন ঘরে গো
মানুষ আছে আপন ঘরে
মানুষ আছে আপন ঘরে গো
মানুষ আছে আপন ঘর



Credits
Writer(s): Buddhadev Roy
Lyrics powered by www.musixmatch.com

Link