Ogo Tumi Panchodoshi

ওগো তুমি পঞ্চদশী
ওগো পঞ্চদশী
তুমি পৌঁছিলে পূর্ণিমাতে
মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে
ওগো তুমি পঞ্চদশী
ওগো পঞ্চদশী
তুমি পৌঁছিলে পূর্ণিমাতে

ক্বচিৎ জাগরিত বিহঙ্গকাকলী
তব নবযৌবনে উঠিছে আকুলি ক্ষণে ক্ষণে
ক্বচিৎ জাগরিত বিহঙ্গকাকলী
তব নবযৌবনে উঠিছে আকুলি ক্ষণে ক্ষণে
প্রথম আষাঢ়ের কেতকীসৌরভ তব নিদ্রাতে

ওগো তুমি পঞ্চদশী
ওগো পঞ্চদশী
তুমি পৌঁছিলে পূর্ণিমাতে

যেন অরণ্যমর্মর
গুঞ্জরি উঠে তব বক্ষ থরথর
অরণ্যমর্মর
অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে
অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে
ছলোছলো জল এনে দেয় তব নয়নপাতে

ওগো তুমি পঞ্চদশী
ওগো পঞ্চদশী
তুমি পৌঁছিলে পূর্ণিমাতে
মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে
ওগো তুমি পঞ্চদশী
ওগো পঞ্চদশী
তুমি পৌঁছিলে পূর্ণিমাতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link