Phuler Ghaye Murchha Gechhe - Original

ফুলের ঘায়ে মূর্ছা গেছে
মনের দেশের রাজকুমারী
আন, ধরে আন, বেঁধে আন
ফুলের সাজা হবে ভারি

ফুলের ঘায়ে মূর্ছা গেছে
মনের দেশের রাজকুমারী
আন, ধরে আন, বেঁধে আন
ফুলের সাজা হবে ভারি

ফুলের ঘায়ে মূর্ছা গেছে
মনের দেশের রাজকুমারী

ফুল এত সাহস কোথা পায়?
ভালোবাসা বুক ভেঙে দিয়ে যায়
ফুল এত সাহস কোথা পায়?
ভালোবাসা বুক ভেঙে দিয়ে যায়
ঝরে ঝরে কান্না ঝরায়
ঝরে ঝরে কান্না ঝরায়
এখনই জবাব দিতে হবে তারই

ফুলের ঘায়ে মূর্ছা গেছে
মনের দেশের রাজকুমারী

যুগে যুগে নাম যার প্রীতি অন্তর উপহার
কি কারণে গ্রন্থি আজ শৃংখল হলো তার
যুগে যুগে নাম যার প্রীতি অন্তর উপহার
কি কারণে গ্রন্থি আজ শৃংখল হলো তার

ফুল বলে, "আমার বেদনা
না জেনে মিছে ধরো না, বেঁধো না"
ফুল বলে, "আমার বেদনা
না জেনে মিছে ধরো না, বেঁধো না
আমি যার দূত, সেই এলো না
আমি যার দূত, সেই এলো না
আমি কি মিথ্যে মালায় দুলতে পারি?"

ফুলের ঘায়ে মূর্ছা গেছে
মনের দেশের রাজকুমারী
আন, ধরে আন, বেঁধে আন
ফুলের সাজা হবে ভারি

ফুলের ঘায়ে মূর্ছা গেছে
মনের দেশের রাজকুমারী



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link