Chokher Najar Emni Koira

চোখের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে

চোখের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে

সকল কথার মরন হইলে
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয় রে গোপন নয়
চোখেরই নাম আরশিনগর
একে একে মনের খবর
চোখেরই নাম আরশিনগর
একে একে মনের খবর
সে তো কইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে

চোখের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে

এই চক্ষুতেই রোদ্রে ওঠে
আবার ওঠে ঝড়
এই চক্ষুই আপন করে
আবার করে পর

চোখে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
চোখে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
সেও সইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে

চোখের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার-ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে



Credits
Writer(s): Alauddin Ali, Gazi Mazharul Anwar
Lyrics powered by www.musixmatch.com

Link