Moner Dosha

Canteen-এ মরুভূমি, খরা লাগে class-এ
Campus-এ পিরিত আমার ইতিউতি ভাসে
আমার এমনতর মনের দশা গো
নয় নয় করেও আমি তোরই পথ চেয়ে
তোরই আশায় বসে common room-এ গিয়ে
তুই হেসে উড়িয়ে দিলি আমায় গো

তোর কেমনতর মনের দশা গো?
তোর কেমনতর মনের দশা গো?

আর কবে পাব রে তোর হৃদয় খোলার চাবি?
যাবি রে, যাবি, তুই সঙ্গে কবে যাবি?
আমি আর কবে পাব রে তোর হৃদয় খোলার চাবি?
যাবি রে, যাবি, তুই সঙ্গে কবে যাবি?

আমি তড়িতাহত, ক্ষত-বিক্ষত
ঝাঁপ দিয়েছি প্রেম-যমুনায় শেষবারের মতো রে
তোর চোখে প্রজাপতি উড়ান উড়ান করে
মোর বুকে পিরিত আমার বিষম খেয়ে মরে
আমার এমনতর মনের দশা গো

তোর কেমনতর মনের দশা গো?
তোর কেমনতর মনের দশা গো?

বুঝবি রে কিসে আমার কী জ্বালা এ বিষে?
কই মাছে মারে কাঁটা, পাই না খুঁজে দিশে আমি
বুঝবি রে কিসে আমার কি জ্বালা এ বিষে?
সারারাত্রি জেগে আমি চেয়ে মহাকাশে

আমার উথাল পাথাল দিলে, আজ আমারে খায় গিলে
মন নিয়ে যায় কোলা ব্যাঙে, প্রাণ নিয়ে যায় চিলে
কুয়াশা কাটে না রে, কী জালে জড়ালি?
Tube well-এ জল আসে না, নদী-নালা খালি
আমার এমনতর মনের দশা গো

তোর কেমনতর মনের দশা গো?

Canteen-এ মরুভূমি, খরা লাগে class-এ
Campus-এ পিরিত আমার ইতিউতি ভাসে
আমার এমনতর মনের দশা গো

তোর মস্তক ঘোরে বনবন করে, চক্ষু জ্বলে যায় রে
আর বৈশাখ মাসে কম্বল গায়ে, কী হবে উপায় রে?
তুই কস্মিনকালে এহেন সমস্যায় পড়িস নাই রে
পিরিতেরই জ্বালায় খ্যাপা ভরাডুবি যায় রে
ও আমার এমনতর মনের দশা গো

তোর মস্তক ঘোরে বনবন করে, চক্ষু জ্বলে যায় রে
আর বৈশাখ মাসে কম্বল গায়ে, কী হবে উপায় রে?
তুই কস্মিনকালে এহেন সমস্যায় পড়িস নাই রে
পিরিতেরই জ্বালায় খ্যাপা ভরাডুবি যায় রে
আমার এমনতর মনের দশা গো

তোর মস্তক ঘোরে বনবন করে, চক্ষু জ্বলে যায় রে
আর বৈশাখ মাসে কম্বল গায়ে, কী হবে উপায় রে?
তুই কস্মিনকালে এহেন সমস্যায় পড়িস নাই রে
পিরিতেরই জ্বালায় খ্যাপা ভরাডুবি যায় রে
ও আমার এমনতর মনের দশা গো



Credits
Writer(s): Surojit
Lyrics powered by www.musixmatch.com

Link