Bristi

ভিজেছি আমি বৃষ্টিতে
অজানা কোনো সৃষ্টিতে
ফিরে পেতে চায় মন তোমায়
বারে বার
খুঁজি তোমায়
স্মৃতির পাতায়
আনমনে
স্বপ্ন ভরা ঘুম আসে
অজানা কোন উচ্ছাসে...
ভেসে যেতে চায়, মন আমার
ভিনদেশে...
অশ্রু নদীর পথ বেয়ে
নির্জনে...
জানিনা কেনো জানিনা
ভেজায়ে মন যেতে চায়
মানিনা কেনো মানিনা
কেন এ মন স্বপ্ন দেখায়
প্রেম বেরঙিন হয়ে আসে
নীল আলোর ধাধার সাথে
বৃষ্টির জল...
হয় কখন নোনাজল...
স্বপ্ন ধুসর হয়ে আসে...
ভোর রাতে...
ভিজেছি আমি বৃষ্টিতে
অজানা কোনো সৃষ্টিতে
ফিরে পেতে চায় মন তোমায়
বারে বার
খুঁজি তোমায়
স্মৃতির পাতায়
আনমনে...
স্বপ্ন ভরা ঘুম আসে
অজানা কোন উচ্ছাসে
ভেসে যেতে চায়, মন আমার
ভিনদেশে...
অশ্রু নদীর পথ বেয়ে
নির্জনে...



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link