Bandha Moner Duar Diyechhi

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়ার
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়ার
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
নাই বা রইলো কোনো আয়োজন
নেই তো কোনো কিছু প্রয়োজন
মনের মাধুরী মিশিয়ে দিয়েছি
পেয়েছি পরম পাওয়া
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
আসুক আঁধারের রাত্রি
জেলে দেব প্রেমের বাতি
আসুক আঁধারের রাত্রি
জেলে দেব প্রেমের বাতি
এইতো শুরু জীবন সাগরের
ত্বরণ এ বেয়ে যাওয়া
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়ার
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়ার
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে



Credits
Writer(s): Swapan Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link