Ekla Cholo Re

একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
একলা চলো রে

তবে একলা চলো
একলা চলো
একলা চলো
একলা চলো রে
তবে একলা চলো
একলা চলো
একলা চলো
একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
একলা চলো রে

যদি কেউ কথা না কয়, ওরে, ওরে, ও অভাগা
কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে
সবাই করে ভয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে
সবাই করে ভয়
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা
একলা বলো রে

একলা চলো রে
একলা চলো রে

যদি সবাই ফিরে যায়, ওরে, ওরে, ও অভাগা
সবাই ফিরে যায়
যদি গহন পথে যাবার কালে
কেউ ফিরে না চায়
যদি গহন পথে যাবার কালে
কেউ ফিরে না চায়
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে
একলা দলো রে

একলা চলো রে
একলা চলো রে

যদি আলো না ধরে, ওরে, ওরে, ও অভাগা
আলো না ধরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে
দুয়ার দেয় ঘরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে
দুয়ার দেয় ঘরে
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে
একলা জ্বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
একলা চলো রে

একলা চলো রে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link