Ashiya Kandaiya Jaiyo

তুমি আসিয়া কান্দাইয়া যাইয়ো
আসিয়া কান্দাইয়া যাইয়ো, সেটাই আমার সুখ
তবু যেন দেখি, বন্ধু, তোমার মায়া মুখ
তবু যেন দেখি, বন্ধু, তোমার মায়া মুখ

আইবার কালে মরি যদি
আইবার কালে মরি যদি, আসবে আমার লাশ
তোমারই নাম যইপা যাইমু থাকিতে নিঃশ্বাস
তোমারই নাম যইপা যাইমু থাকিতে নিঃশ্বাস

প্রেম-পিরিতি সবাই করে, ক'জন বান্ধে ঘর?
তোমারই অপেক্ষায় রইমু বছরকে বছর
এই বুকে কান পাইতা শোনো কী কহে মোর দম
তোমায় ভালোবাইসা যাইমু জনমকে জনম

তোমারই এমন আশ্বাসে সুখেতে জল চোখে আসে
তোমারই এমন আশ্বাসে সুখেতে জল চোখে আসে
বাড়ে রে বিশ্বাস

তোমারই নাম যইপা যাইমু থাকিতে নিঃশ্বাস
তোমারই নাম যইপা যাইমু থাকিতে নিঃশ্বাস

তুমি আসিয়া কান্দাইয়া যাইয়ো
আসিয়া কান্দাইয়া যাইয়ো, সেটাই আমার সুখ
তবু যেন দেখি, বন্ধু, তোমার মায়া মুখ
তবু যেন দেখি, বন্ধু, তোমার মায়া মুখ

বাঁশি যদি ভাঙিয়া যায় ফুরায় কি তার সুর?
বিরহে পুড়িয়া রে প্রেম হয় আরো মধুর
কয় আনা প্রেম দিলা-নিলা জানে না এই মন
দুঃখ দেয়ার মানুষ হইয়া থাইকো আজীবন

অবাক লাগে ভাবিতে, এমন সরল হিয়াতে
অবাক লাগে ভাবিতে, এমনই সরল হিয়াতে
আমার বসবাস

তোমারই নাম যইপা যাইমু থাকিতে নিঃশ্বাস
তোমারই নাম যইপা যাইমু থাকিতে নিঃশ্বাস

তুমি আসিয়া কান্দাইয়া যাইয়ো
আসিয়া কান্দাইয়া যাইয়ো, সেটাই আমার সুখ
তবু যেন দেখি, বন্ধু, তোমার মায়া মুখ
তবু যেন দেখি, বন্ধু, তোমার মায়া মুখ

আইবার কালে মরি যদি
আইবার কালে মরি যদি, আসবে আমার লাশ
তোমারই নাম যইপা যাইমু থাকিতে নিঃশ্বাস
তোমারই নাম যইপা যাইমু থাকিতে নিঃশ্বাস



Credits
Writer(s): Shabuddin, Sunil Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link