Ki Kore Bojhai

কী করে বোঝাই
কত যে কিছু চাই
দু'চোখে নালিশ
বলো কাকে জানাই

জমেছে ছিমছাম ইশারা
চলেছে মন কোন বেপাড়া
হয়েছে ভুলচুক সব হিসেব
বলেছে চুপচাপ সন্ধ্যেরা

জমেছে ছিমছাম ইশারা
চলেছে মন কোন বেপাড়া
হয়েছে ভুলচুক মাঝপথে
বলেছে চুপচাপ সন্ধ্যেরা

বেহায়া মন লুকোতে জানেনা
অবাধ্য চাঁদ মুচকি হাসে
বেয়াড়া মন মেনেও মানে না
কোলের আড়াল মাথার পাশে

আলাপী হৃদয়
বলে ফেল চুপকথায়
কে বাড়াবে পা
আধভেজা রূপকথায়?

জমেছে ছিমছাম পথচলা
হয়েছে বাঁকাচোখে রং খেলা
রয়েছে ভরাডুবি মাঝপথে
ফিরেছে সন্ধ্যের ফেরিওয়ালা

জমেছে ছিমছাম পথচলা
হয়েছে বাঁকাচোখে রং খেলা
রয়েছে ভরাডুবি মাঝপথে
ফিরেছে সন্ধ্যের ফেরিওয়ালা

বেহায়া মন লুকোতে জানেনা
অবাধ্য চাঁদ মুচকি হাসে
বেয়াড়া মন মেনেও মানে না
কোলের আড়াল মাথার পাশে

কী করে তাকায়?
কাছে নেই বাহানা
বুজে এল চোখ
তারে তো ঐ রোশনাই

জমেছে ছিমছাম আশকারা
এনেছে বৃষ্টির মাশকারা
হয়েছে নিজে নিজে মন খারাপ
করেছে ফেরবার बस करां

জমেছে ছিমছাম আশকারা
এনেছে বৃষ্টির মাশকারা
হয়েছে নিজে নিজে মন খারাপ
করেছে ফেরবার बस करां

বেহায়া মন লুকোতে জানেনা
অবাধ্য চাঁদ মুচকি হাসে
বেয়াড়া মন মেনেও মানে না
কোলের আড়াল মাথার পাশে



Credits
Writer(s): Indraadip Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link