Ek Mutho Valobasha

হো...
হো-হো-হুঁম
হো... হো...
হো-হুঁম

আমি জোছনার আলোয়
তোমার ভালোবাসা খুঁজে পাই
আমি শিশির মাখা ভোরে
তোমার স্বপ্ন ছুঁয়ে যাই

আমার আবেগ ডোরে
তোমায় বেঁধে রাখতে চাই
আমি যে তোমায় একমঠো
ভালবাসা দিতে চাই

আমি জোছনার আলোয়
তোমার ভালোবাসা খুঁজে পাই
আমি শিশির মাখা ভোরে
তোমার স্বপ্ন ছুঁয়ে যাই

তাকিয়ে দেখ চারপাশে
আমার স্বপ্ন আছে তোমায় ঘিরে
মায়াবী প্রেমের কারুকাজে
মায়াবী প্রহরে অশ্রু ঝরে

আমি গোলাপের বাগানে
তোমার মুখটি দেখতে পাই
রাতের স্বপ্নে তোমায় একমুঠো
ভালবাসা দিতে চাই

আমি জোছনার আলোয়
তোমার ভালোবাসা খু়ঁজে পাই
আমি শিশির মাখা ভোরে
তোমার স্বপ্ন ছু়ঁয়ে যাই

হো...
হো-হো-হুঁম
হো... হো...
হো-হুঁম

হৃদয় পারাপারে খুশির ঢেউ
তুমিই তো আনো
তোমার স্বপ্নে আছি আমি
তুমি ভাল করেই জানো

আমি শুন্যতার হাহাকারে
তোমায় অনুভব করে যাই
তোমার স্বপ্নকে আমার চোখেই
আগলে রাখতে চাই

আমি জোছনার আলোয়
তোমার ভালোবাসা খুঁজে পাই
আমি শিশির মাখা ভোরে
তোমার স্বপ্ন ছুঁয়ে যাই



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link