Ful Jhore Tara Jhore

ফুল ঝরে, তারা ঝরে, প্রেম ঝরে না
প্রেমিকের দেহ মরে, মন মরে না
তেমনই প্রেম দিয়ে বেঁধেছি তোমাকে
পারো যদি, যাও ছেড়ে তুমি আমাকে

ফুল ঝরে, তারা ঝরে, প্রেম ঝরে না
প্রেমিকের দেহ মরে, মন মরে না

নিষ্পাপ প্রেম দিয়ে ভালোবেসেছি
প্রেমেরই জোরে এত কাছে এসেছি
হায়, নিষ্পাপ প্রেম দিয়ে ভালোবেসেছি
প্রেমেরই জোরে এত কাছে এসেছি

তেমনই প্রেম দিয়ে বেঁধেছি তোমাকে
পারো যদি, যাও ছেড়ে তুমি আমাকে

ফুল ঝরে, তারা ঝরে, প্রেম ঝরে না
প্রেমিকের দেহ মরে, মন মরে না

বুক ভরা সুখ দিয়ে মন ভরাবো
সুখেরই পরশ দিয়ে বুকে জড়াবো
ও, বুক ভরা সুখ দিয়ে মন ভরাবো
সুখেরই পরশ দিয়ে বুকে জড়াবো

তেমনই প্রেম দিয়ে বেঁধেছি তোমাকে
পারো যদি, যাও ছেড়ে তুমি আমাকে

ফুল ঝরে, তারা ঝরে, প্রেম ঝরে না
প্রেমিকের দেহ মরে, মন মরে না
তেমনই প্রেম দিয়ে বেঁধেছি তোমাকে
পারো যদি, যাও ছেড়ে তুমি আমাকে

ফুল ঝরে, তারা ঝরে, প্রেম ঝরে না
প্রেমিকের দেহ মরে, মন মরে না



Credits
Writer(s): Rr, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link