Amar Kantho Hote Gaan Ke Nilo 2 - Original

আমার কণ্ঠ হতে গান কে নিল, নিল ভুলায়ে
আমার কণ্ঠ হতে...
সে যে বাসা বাঁধে নীরব মনের, মনের কুলায়ে
আমার কণ্ঠ হতে গান কে নিল, নিল ভুলায়ে
আমার কণ্ঠ হতে...

মেঘের দিনে শ্রাবণ মাসে যূথীবনের দীর্ঘশ্বাসে
আমার প্রাণে সে দেয় পাখার ছায়া
আমার প্রাণে সে দেয় পাখার ছায়া, ছায়া বুলায়ে

আমার কণ্ঠ হতে গান কে নিল, নিল ভুলায়ে
আমার কণ্ঠ হতে...

যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে
যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে
গভীর রাতে কী সুর লাগায় আধো-ঘুমে আধো-জাগায়
আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল
আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল, কী দোল দুলায়ে

আমার কণ্ঠ হতে গান কে নিল, নিল ভুলায়ে
আমার কণ্ঠ হতে...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link