Dekona Amare Tumi

ডেকো না আমারে তুমি, কাছে ডেকো না
দূরে আছি সেই ভালো, নিয়ে বেদনা
তুমি ডেকো না

ডেকো না আমারে তুমি, কাছে ডেকো না
দূরে আছি সেই ভালো, নিয়ে বেদনা
তুমি ডেকো না

ভেবো না কখনো যদি যায় ঢেকে
আমার এ ভুবন আঁধারে
নেই কোন ক্ষতি জীবনের আলো
নিভে যায় যদি বারে বারে
সুখে থাকো তুমি, এই শুধু বলি
আর কিছু নেই কামনা
তুমি ডেকো না

ডেকো না আমারে তুমি, কাছে ডেকো না
দূরে আছি সেই ভালো, নিয়ে বেদনা
তুমি ডেকো না

ভালোবাসা পেয়ে যে ব্যথা পেয়েছি
ভুলে যাই তারে যেন আমি
সবই আছে সেই তো আগেরই মত
শুধু আজ ওগো নাই তুমি
যেখানেই থাকো, মনে মনে বলি
মোরে তুমি মনে রেখো না
তুমি ডেকো না

ডেকো না আমারে তুমি, কাছে ডেকো না
দূরে আছি সেই ভালো, নিয়ে বেদনা
তুমি ডেকো না



Credits
Writer(s): Bashir Ahmed, Syed Shamsul Haq
Lyrics powered by www.musixmatch.com

Link