Phul Tulite Bhul Korechhi

ফুল তুলিতে ভুল করেছি
ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে
ফুল তুলিতে ভুল করেছি
ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে
ফুল তুলিতে ভুল করেছি
বঁধু, তোমায় বাঁধব কিসে মধুর বাঁধনে

ফুল তুলিতে ভুল করেছি
ফুল তুলিতে ভুল করেছি

ভোলাব না মায়ার ছলে, রইব তোমার চরণতলে
ভোলাব না মায়ার ছলে, রইব তোমার চরণতলে
মোহের ছায়া ফেলব না মোর হাসি-কাঁদনে

ফুল তুলিতে ভুল করেছি
ফুল তুলিতে ভুল করেছি

রইল শুধু বেদন-ভরা আশা
রইল শুধু প্রাণের নীরব ভাষা
রইল শুধু বেদন-ভরা আশা
রইল শুধু প্রাণের নীরব ভাষা
রইল শুধু বেদন-ভরা আশা

নিরাভরণ যদি থাকি চোখের কোণে চাইবে না কি
নিরাভরণ যদি থাকি চোখের কোণে চাইবে না কি
যদি আঁখি নাই-বা ভোলাই রঙের ধাঁদনে

ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে
ফুল তুলিতে ভুল করেছি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link