Esechhile Tobu

রবীন্দ্রনাথ বলেছেন, "ইহাতে তালের কড়াক্কড় বাঁধন নাই
একটা লয়ের মাত্রা আছে
ইহার একমাত্র উদ্দেশ্য
কথার ভিতরকার ভাবাবেগকে পরিস্ফুট করিয়া তোলা
কোনো বিশেষ রাগিণী বা তালকে
বিশুদ্ধ করিয়া প্রকাশ করা নহে"
এর রচনাকালে উনি নিজে লিখেছেন

এসেছিলে তবু আস নাই, জানায়ে গেলে
এসেছিলে তবু আস নাই, জানায়ে গেলে
সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে
এসেছিলে...

তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে
তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে
চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে, বেদনা মেলে

এসেছিলে তবু আস নাই, জানায়ে গেলে

তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল
শ্যামল বনান্তভূমি করে ছলোছল
তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল
শ্যামল বনান্তভূমি করে ছলোছল
তুমি চলে গেছ ধীরে ধীরে সিক্ত সমীরে
তুমি চলে গেছ ধীরে ধীরে সিক্ত সমীরে
পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে

এসেছিলে তবু আস নাই, জানায়ে গেলে
সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে
এসেছিলে...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link