Banshi To Sujog Peleyi Dake - Original

বাঁশি তো সুযোগ পেলেই ডাকে "রাধা, রাধা" বলে
বাঁশি তো সুযোগ পেলেই ডাকে "রাধা, রাধা" বলে
নিশিদিন, নিশিদিন যখন তখন নানা ছুতোয়, নানা ছলে

তা বলে কি আমায় কাছে যেতে হবে?
এ কথা কে বলেছে, কে বলেছে?

বাঁশি তো সুযোগ পেলেই ডাকে "রাধা, রাধা" বলে

থাকুক ও ফন্দি-ফিকির, ধান্দা নিয়ে সারাবেলা
ভালোবাসে পরকে নিয়ে চিরটাদিন ঝুটঝামেলা

না-হয় সে প্রেমের নদী
না-হয় সে প্রেমের নদী, আমায় তাতে ভাসতে হবে?
এ কথা কে বলেছে, কে বলেছে?

বাঁশি তো সুযোগ পেলেই ডাকে "রাধা, রাধা" বলে
বাঁশি তো সুযোগ পেলেই ডাকে "রাধা, রাধা" বলে

বেকার ও, কোনদিনও কোনো কাজের নেই তো বালাই
এ যুগে অমন শ্যামের কদর যে নেই দেখাতে চাই

হোক না সে ভালো মানুষ
হোক না সে ভালো মানুষ, আমায় ভালোবাসতে হবে?
এ কথা কে বলেছে, কে বলেছে?

বাঁশি তো সুযোগ পেলেই ডাকে "রাধা, রাধা" বলে
নিশিদিন, নিশিদিন যখন তখন নানা ছুতোয়, নানা ছলে

তা বলে কি আমায় কাছে যেতে হবে?
এ কথা কে বলেছে, কে বলেছে?

বাঁশি তো সুযোগ পেলেই ডাকে "রাধা, রাধা" বলে
বাঁশি তো সুযোগ পেলেই ডাকে "রাধা, রাধা" বলে



Credits
Writer(s): Mrinal Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link