Rangini Kato Mon, Mon Dite Chay

রঙ্গিনী কত মন
মন দিতে চায়
কি করে বোঝাই
কিছু চাই না
চাই না
চাই না
সন্দেহে ভরা হোক
তোমার দু'চোখ
আর কারো চোখে
আমি চাই না
চাই না
চাই না

হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার
হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার

কাব্যের ভুল থাক তোমার গানের
কাব্যের ভুল থাক তোমার গানের
আর কারো গান আমি গাই না

কি করে বোঝাই
কিছু চাই না
চাই না
চাই না

ঝলমল করে ওঠে কত চাঁদমুখ
সুর্যের ধার করা রূপের আলোয়
এক অতি সাধারন মুখ দেখি আমি
যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়

হাজার কণ্ঠ তোলে প্রশ্নে ঝড়
দ্বিধায় কাঁপেনা তবু প্রাণের এ ধর
হাজার গন্ধ তোলে প্রশ্নে ঝড়
দ্বিধায় কাঁপেনা তবু প্রাণের এ ধর

আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
পৃথিবী ডাকুক তবু যাই না

কি করে বোঝাই
কিছু চাইনা
চাইনা
চাইনা

সন্দেহে ভরা হোক
তোমার দু'চোখ
আর কারো চোখে
আমি চাইনা
চাইনা
চাইনা

রঙ্গিনী কত মন
মন দিতে চায়
কি করে বোঝাই
কিছু চাইনা
চাইনা
চাইনা



Credits
Writer(s): Pulak Banerjee, Manna Dey
Lyrics powered by www.musixmatch.com

Link