Tor Dustu Chokher

তোর দুষ্টু চোখের জলছবিতে আকাশ ধরা পড়ে
গোমড়া মুখের মেঘলা দিনে বৃষ্টি হয়ে ঝরে
তোর দুষ্টু চোখের জলছবিতে আকাশ ধরা পড়ে
গোমড়া মুখের মেঘলা দিনে বৃষ্টি হয়ে ঝরে

তোর পিছনেই ছুট লাগালো জীর্ণ ইতিহাস
তোর হাসিতেই রাঙিয়ে নে না ছোট্ট অবকাশ
তোর ছোট্ট অবকাশ

তোর দুষ্টু চোখের জলছবিতে আকাশ ধরা পড়ে

তোর নূপুরের শব্দ শুনে নদী হতবাক
নদীটাকে বন্দি করে নিজের কাছে রাখ
তোর নূপুরের শব্দ শুনে নদী হতবাক
নদীটাকে বন্দি করে নিজের কাছে রাখ

তার পিঠে দুই ডানা দিয়েই দিস না উড়িয়ে
পরী ভেবে আকাশ তাকে নেবে ফিরিয়ে
আকাশ নেবে ফিরিয়ে

তোর দুষ্টু চোখের জলছবিতে আকাশ ধরা পড়ে

তোর দস্যিপনা না থাকলে যে বেঁচে থাকা মাটি
চাঁদমামা আর সূর্যি দাদু জুড়বে কান্নাকাটি
দস্যিপনা না থাকলে যে বেঁচে থাকা মাটি
চাঁদমামা আর সূর্যি দাদু জুড়বে কান্নাকাটি

তুই শান্ত হলেই মাঠের বুকে বিষণ্ণতা হাসে
মাঝ বিকেলে মন খারাপের সন্ধ্যা নেমে আসে
আহা সন্ধ্যা নেমে আসে

তোর দুষ্টু চোখের জলছবিতে আকাশ ধরা পড়ে
গোমড়া মুখের মেঘলা দিনে বৃষ্টি হয়ে ঝরে
তোর দুষ্টু চোখের জলছবিতে আকাশ ধরা পড়ে
গোমড়া মুখের মেঘলা দিনে বৃষ্টি হয়ে ঝরে

তোর পিছনেই ছুট লাগালো জীর্ণ ইতিহাস
তোর হাসিতেই রাঙিয়ে নে না ছোট্ট অবকাশ
তোর ছোট্ট অবকাশ
ছোট্ট অবকাশ
তোর ছোট্ট অবকাশ
ছোট্ট অবকাশ
তোর ছোট্ট অবকাশ



Credits
Writer(s): Amitabha Bhattacharya, Arun Kalyan Sen
Lyrics powered by www.musixmatch.com

Link