Ami Kabi Ei Bishwajaner - Original

আমি কবি এই বিশ্বজনের, কবিতার মাঝে তাই
যতটুকু আছে, তার বেশি লেখা নাই
আমি কবি এই বিশ্বজনের, কবিতার মাঝে তাই
যতটুকু আছে, তার বেশি লেখা নাই

কবিতায় আমার গাঁয়ের বঁধুর নয়নের জল ঝরে
ক্লান্ত ধরণী 'পরে
কবিতা আমার চিরদিবসের পথের প্রদীপ সবহারাদের
কবিতা আমার চিরদিবসের পথের প্রদীপ সবহারাদের

দেবতার এই তীর্থ সলিলে যাদের পরশ পাই
দেবতার এই তীর্থ সলিলে যাদের পরশ পাই

আমি কবি এই বিশ্বজনের, কবিতার মাঝে তাই
যতটুকু আছে, তার বেশি লেখা নাই
আমি কবি এই বিশ্বজনের

মাটি কেটে ওই পথ করে যারা
তাদের জীবন ঘিরে
কবিতা আমার লভিয়াছে পথ
দেবতার মন্দিরে

অশ্রু যাদের জীবনের স্মৃতি

অশ্রু যাদের জীবনের স্মৃতি
চির-ক্ষমাহীন যাদের নিয়তি

মোর জীবনের পাতায় তাদের কাহিনী লিখিয়া যাই
মোর জীবনের পাতায় তাদের কাহিনী লিখিয়া যাই

আমি কবি এই বিশ্বজনের, কবিতার মাঝে তাই
যতটুকু আছে, তার বেশি লেখা নাই
আমি কবি এই বিশ্বজনের



Credits
Writer(s): Nachiketa Ghosh, Bholanath Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link