Tumi Janonare Priyo

তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা
তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন জেনেছি
প্রথম যেদিন দেখেছি, মনে আপন জেনেছি
তুমি বন্ধু আমার মন মানো না
তুমি জানো না

তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা
তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা

তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বেলে
একদিন দেখিতে ফিরে এলে না
তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বেলে
একদিন দেখিতে ফিরে এলে না
সেদিন মধুর মাধবী রাতে, বধুয়া তোমারই সাথে
মধুর মাধবী রাতে, বধুয়া তোমারই সাথে করেছিনু যে যামিনী যাপনা
তুমি জানো না

তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা
তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা

যেমন কাষ্ঠ যোগে দবানল, পোড়ে কত বন জঙ্গল
মন পোড়ায় আগুন, বন্ধু তাহা না?
যেমন কাষ্ঠ যোগে দবানল, পোড়ে কত বন জঙ্গল
মন পোড়ায় আগুন, বন্ধু তাহা না?
সেদিন বিরহিনীর অন্তর তলে বিনা কষ্ঠে আাগুন জ্বলে
বিরহিনীর অন্তর তলে বিনা কষ্ঠে আাগুন জ্বলে
জল দিলে বাড়ে দ্বিগুণ, নিভে না
তুমি জানো না

তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা
তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা

সেদিন ফাল্গুনের দোল পূর্ণিমায় মিঠি মৃদুল বয়
ফুল বনে ফুল কলির আল্পনা
সেদিন ফাল্গুনের দোল পূর্ণিমায় মিঠি মৃদুল বয়
ফুল বনে ফুল কলির আল্পনা
তোমায় পাইলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিঁড়ে
পাইলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিঁড়ে
মনের ব্যথা মুখে বলা চলে না
তুমি জানো না

তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা
তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা

তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন জেনেছি
প্রথম যেদিন দেখেছি, মনে আপন জেনেছি
তুমি বন্ধু আমার মন মানো না
তুমি জানো না

তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা
তুমি জানো না, তুমি বোঝো না
তুমি জানো না রে প্রিয়, তুৃমি মোর জীবনের সাধনা



Credits
Writer(s): Chandra Kanta Nandi
Lyrics powered by www.musixmatch.com

Link