Khola Chule

খোলা চুলে জানলাতে কেন দ্বাড়াতে
বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে
দোষ কি বল আমার এ মন তোমার প্রেমে
হারালে
হারালে

প্রথম যেদিন তোমার সাথে হল আমার দেখা
সেদিন থেকেই কেন জানি লাগে বড় একা
সেই ছিল ভাল তুমি ছিলে আড়ালে
ছিলে আড়ালে

কনে দেখা আলোয় আমার কনে দেখা হল
মনের মানুষ এত দিনে মন খুজে পেল
স্বপ্ন দিয়ে আমাকে যে তুমি জড়ালে
তুমি জড়ালে



Credits
Writer(s): Milton Khondokar
Lyrics powered by www.musixmatch.com

Link