Ekbar Braje Chalo

একবার ব্রজে চলো ব্রজেশ্বর
দিনেক দুয়ের মতো
একবার ব্রজে চলো ব্রজেশ্বর
দিনেক দুয়ের মতো

তোমার মন মানে তো থাকবে সেথায়
নইলে আসবে দ্রুত

একবার ব্রজে চলো ব্রজেশ্বর
দিনেক দুয়ের মতো

যদি বলো, "ব্রজে যেতে
যমুনা পার কেমনে হইবে?"
যদি বলো, "ব্রজে যেতে
যমুনা পার কেমনে হইবে?"
তবে ব্রজগোপীর মন-ভেলাতে
পার হয়ে যাইবে

একবার ব্রজে চলো ব্রজেশ্বর
দিনেক দুয়ের মতো

যদি বলো, "ব্রজে যেতে
চলতে চরণ ধূলায় ধূসর হবে"
যদি বলো, "ব্রজে যেতে
চলতে চরণ ধূলায় ধূসর হবে"
তবে ব্রজগোপীর নয়নজলে
চরণ প্রক্ষালিবে

তারা নয়নবারি রেখেছে গো
তোমার ওই চরণকোমল ধোবে বলে
তিলে-তিলে সঞ্চিত ক'রে
নয়নবারি রেখেছে গো

একবার ব্রজে চলো ব্রজেশ্বর
দিনেক দুয়ের মতো

তোমার মন মানে তো থাকবে সেথায়
নইলে আসবে দ্রুত

একবার ব্রজে চলো ব্রজেশ্বর
দিনেক দুয়ের মতো



Credits
Writer(s): Manabendra Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link