Sanganagagane Ghor Ghanaghata

শাঙনগগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে
শাঙনগগনে ঘোর ঘনঘটা
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব
অবলা কামিনী রে

শাঙনগগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে
শাঙনগগনে ঘোর ঘনঘটা

উন্মদ পবনে যমুনা তর্জিত
ঘন ঘন গর্জিত মেহ
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত
থরহর কম্পিত দেহ

ঘন ঘন রিম ঝিম রিম ঝিম রিম ঝিম
বরখত নীরদপুঞ্জ
শাল-পিয়ালে তাল-তমালে
নিবিড়তিমিরময় কুঞ্জ

কহ রে সজনী, এ দুরুযোগে
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত
সকরুণ রাধা নাম

মোতিম হারে বেশ বনা দে
সীঁথি লগা দে ভালে
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম
বাঁধহ চম্পকমালে

গহন রয়নমে ন যাও, বালা
নওলকিশোরক পাশ
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
কহে ভানু তব দাস

শাঙনগগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে
শাঙনগগনে ঘোর ঘনঘটা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link