Jeyo Na Darao Bondhu

যেও না, দাঁড়াও বন্ধু
যেও না, দাঁড়াও
যেও না, দাঁড়াও বন্ধু, আরো বলো দু'কথা
হংসপাখায় পাক লাগে কি স্বরসতীর আসন যেথা
যেও না, দাঁড়াও বন্ধু, আরো বলো দু'কথা
হংসপাখায় পাক লাগে কি স্বরসতীর আসন যেথা
যেও না, দাঁড়াও বন্ধু

তুমি দেখ নারী-পুরুষ, আমি দেখি শুধুই মানুষ
তুমি দেখ নারী-পুরুষ আমি দেখি শুধুই মানুষ
ভালবাসার ভুবন গড়ে সুখী আমার এই বিধাতা
যেও না, দাঁড়াও বন্ধু

আমি দেখি চাঁদের আলো, তুমি দেখ কলঙ্ক
খোলা আকাশ ঘর যে আমার, মাটি সুখের পালঙ্ক
আমি দেখি চাঁদের আলো, তুমি দেখ কলঙ্ক
খোলা আকাশ ঘর যে আমার, মাটি সুখের পালঙ্ক

বীনাপানির চরণ ছুঁয়ে, আমি আছি বিভোর হয়ে
বীনাপানির চরণ ছুঁয়ে, আমি আছি বিভোর হয়ে
হৃদয় আমার গান বেঁধে যায়, হৃদয় দিয়ে শোনো না
যেও না, দাঁড়াও বন্ধু



Credits
Writer(s): Mukherjee Kumar Hemant, Pulak Pulak
Lyrics powered by www.musixmatch.com

Link