Aamar Nayano Bhulano

নয়ন-ভুলানো এলে, নয়ন
আমি কী হেরিলাম হৃদয় মেলে
নয়ন-ভুলানো এলে, নয়ন
আমি কী হেরিলাম হৃদয় মেলে
নয়ন-ভুলানো এলে, নয়ন

শিউলিতলার পাশে পাশে
ঝরা ফুলের রাশে রাশে
শিউলিতলার পাশে পাশে
ঝরা ফুলের রাশে রাশে
শিশির-ভেজা ঘাসে ঘাসে
অরুণ-রাঙা-চরণ ফেলে

নয়ন ভুলানো এলে, নয়ন

আলোছায়ার আঁচলখানি
লুটিয়ে পড়ে বনে বনে
ফুলগুলি ওই মুখে চেয়ে
কী কথা কয় মনে মনে

আলোছায়ার আঁচলখানি
লুটিয়ে পড়ে বনে বনে
ফুলগুলি ওই মুখে চেয়ে
কী কথা কয় মনে মনে

তোমায় মোরা করব বরণ
মুখের ঢাকা করো হরণ
তোমায় মোরা করব বরণ
মুখের ঢাকা করো হরণ
ওইটুকু ওই মেঘাবরণ
দু'হাত দিয়ে ফেলো ঠেলে

নয়ন-ভুলানো এলে, নয়ন

বনদেবীর দ্বারে দ্বারে
শুনি গভীর শঙ্খধ্বনি
আকাশবীণার তারে তারে
জাগে তোমার আগমনী

বনদেবীর দ্বারে দ্বারে
শুনি গভীর শঙ্খধ্বনি
আকাশবীণার তারে তারে
জাগে তোমার আগমনী

কোথায় সোনার নূপুর বাজে
বুঝি আমার হিয়ার মাঝে
কোথায় সোনার নূপুর বাজে
বুঝি আমার হিয়ার মাঝে
সকল ভাবে সকল কাজে
পাষাণ-গালা সুধা ঢেলে

নয়ন-ভুলানো এলে, নয়ন
আমি কী হেরিলাম হৃদয় মেলে
নয়ন-ভুলানো এলে, নয়ন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link