Eka Mor Gaaner Tori

একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে
সহসা কে এলে গো এ তরী বাইবে বলে
ভাসিয়েছিলাম নয়ন-জলে
একা মোর গানের তরী

যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?
যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?
কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে
সহসা কে এলে গো এ তরী বাইবে বলে
ভাসিয়েছিলাম নয়ন-জলে
একা মোর গানের তরী

কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়?
হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়
কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়?
হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়
বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজল প্রাণে
বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজল প্রাণে
এলে কি দু'কূল হতে কূল মেলাতে এ অকূলে
সহসা কে এলে গো এ তরী বাইবে বলে
ভাসিয়েছিলাম নয়ন-জলে
একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে
সহসা কে এলে গো এ তরী বাইবে বলে
ভাসিয়েছিলাম নয়ন-জলে
একা মোর গানের তরী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link