Badhiro Jabanika

ওই বধির যবনিকা তুলিয়া মোরে, প্রভু
দেখাও তব চির-আলোক-লোক
ওপারে সবই ভালো, কেবলি সুখ-আলো
এ পারে সবই ব্যথা, আঁধার, শোক
বধির যবনিকা তুলিয়া মোরে, প্রভু
দেখাও তব চির-আলোক-লোক

মাঝে দুস্তর কঠিন প্রান্তর
শ্রান্ত পথিকেরে বলিছে, "সর সর"
মাঝে দুস্তর কঠিন প্রান্তর
শ্রান্ত পথিকেরে বলিছে, "সর সর"
এ তোরণপাদদেশে পিপাসাতুর এসে
ফিরে কি যাবে লয়ে চির-বিয়োগ

ওই বধির যবনিকা তুলিয়া মোরে, প্রভু
দেখাও তব চির-আলোক-লোক

ওই নিঠুর অর্গল, করুণ শুভ করে
মুক্ত করি দেহ, অতুর-দীন-তরে
নিঠুর অর্গল, করুণ শুভ করে
মুক্ত করি দেহ, অতুর-দীন-তরে

পিপাসা দিলে তুমি, তুমিই দিলে ক্ষুধা
তোমারি কাছে আছে শান্তি-সুখ-সুধা
পিপাসা দিলে তুমি, তুমিই দিলে ক্ষুধা
তোমারি কাছে আছে শান্তি-সুখ-সুধা
পাবে অধীর ব্যাকুলতা তোমাতে সফলতা
হউক তব সনে অমৃতযোগ

ওই বধির যবনিকা তুলিয়া মোরে, প্রভু
দেখাও তব চির-আলোক-লোক
ওপারে সবই ভালো, কেবলি সুখ-আলো
এ পারে সবই ব্যথা, আঁধার, শোক
বধির যবনিকা তুলিয়া মোরে, প্রভু
দেখাও তব চির-আলোক-লোক



Credits
Writer(s): Rajanikanta Sen, Rahul Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link