Porowana

প্রাণ যদি চায় চক্ষু নাচায় পাতা
আজ ফের শুরু হত্যার হালখাতা
পথ পিচ্ছিল তীব্র গভীর আঠা
আমার কপালে মৃত্যুফতোয়া সাঁটা

পারলে মারিস ধর্ম ইজারা কিনে
আসবো জানিয়ে দেখা হবে অন্তিমে
দাবানল দাহে মৃত্যু হয় না ঠিকই
প্রতিবাদে শুধু আমরা মরতে শিখি

চারিপাশে ত্রাস ভয়ের মশাল জ্বলে
শোকে সন্তাপে মানুষ কি কথা বলে
অনেক কেঁদেছি যখন জেগেছি আজ
যা হবার হোক রুখবো এ নৈরাজ

সময় এসেছে পাল্টা জবাব দেবো
কলমে অস্ত্রে ঘোরতর সন্দেহ
আকাশে টাঙাবো আজ থেকে একটানা
মৌলবাদের ধ্বংসের পরোয়ানা



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link