Mahi Ve

এখানে ওখানে খোঁজে মন
পায় না তোর সাড়া
দিশের বাতাসে হাহাকার
দিকহারা

এখানে ওখানে খোঁজে মন
পায় না তোর সাড়া
দিশের বাতাসে হাহাকার
দিকহারা

অবুঝ হৃদয় বোঝে না
শুধু মনে পড়ে
সুখের স্বপ্ন ভেঙে যায়
কাঁচঘরে

ও তোকে ভুলে যাবো
আমি তা পারবো না
তবু বাঁচবো তোকে ছাড়া
নিয়ে বুকে দারুণ যন্ত্রণা

আমি আসবো না আর ফিরে
ব্যথা থাকবে রাতের শিশিরে
তোর নরম বুকের গভীরে
माही वे

আমি আসবো না আর ফিরে
ব্যথা থাকবে রাতের শিশিরে
তোর নরম বুকের গভীরে
माही वे

বুক ভেঙে দেওয়া কষ্ট collage
স্বপ্নের গায়ে রঙচটা সাজ
নেই দূরে আর পারাপার
শুধু হাহাকার দেখি আজ

দলছুট পাখি ক্লান্ত ডানায়
উড়ে চলে যাবে কোন ঠিকানায়
ছাই চাপা এক আগুনে
এই ফাগুনে উড়ে যায়

ও তোকে ভুলে যাবো
আমি তা পারবো না
তবু বাঁচবো তোকে ছাড়া
নিয়ে বুকে দারুণ যন্ত্রণা

আমি আসবো না আর ফিরে
ব্যথা থাকবে রাতের শিশিরে
তোর নরম বুকের গভীরে
माही वे

আমি আসবো না আর ফিরে
ব্যথা থাকবে রাতের শিশিরে
তোর নরম বুকের গভীরে
माही वे

চেনা এ শহর কত অচেনা
রাত জাগা চোখে ঘুম আসে না
সামনে হাত বাড়িয়ে
কেউ দাঁড়িয়ে থাকেনা

কেউ হবে না বন্ধু এখন
বালিঝড়ে ভেসে যায় এ জীবন
আশাহীন এই শরীরে
আসে যে ফিরে দুঃস্বপন

ও তোকে ভুলে যাবো
আমি তা পারবো না
তবু বাঁচবো তোকে ছাড়া
নিয়ে বুকে দারুণ যন্ত্রণা

আমি আসবো না আর ফিরে
ব্যথা থাকবে রাতের শিশিরে
তোর নরম বুকের গভীরে
माही वे

আমি আসবো না আর ফিরে
ব্যথা থাকবে রাতের শিশিরে
তোর নরম বুকের গভীরে
माही वे

আমি আসবো না আর ফিরে
ব্যথা থাকবে রাতের শিশিরে
তোর নরম বুকের গভীরে
माही वे

আমি আসবো না আর ফিরে
ব্যথা থাকবে রাতের শিশিরে
তোর নরম বুকের গভীরে
माही वे



Credits
Writer(s): Utpol Das, Amit Sur
Lyrics powered by www.musixmatch.com

Link