Din Jay Raat Jay

দিন যায়, রাত যায়
যে দিনের আশায়
দিন যায়, রাত যায়
যে দিনের আশায়
সেই দিন আর কত দূর
জানি না আর কত দূর
জানি না আর কত দূর

চার দেওয়ালের এই পৃথিবী
তুমিও আছো, আমিও আছি
ও চার দেওয়ালের এই পৃথিবী
তুমিও আছো, আমিও আছি
তবু যেন কেউ নেই কাছাকাছি
সামনে আমার তুমি, তবু কতদূর
তবু কতদূর, তবু কতদূর

দিন যায়, রাত যায়
যে দিনের আশায়
সেই দিন আর কত দূর
জানি না আর কত দূর
জানি না আর কত দূর

ভালোবাসার চোরাবালি
মন খোঁজে আজও আঁধারে আলো
ভালোবাসার চোরাবালি
মন খোঁজে আজও আঁধারে আলো
জানে না মন কবে বাসবে ভালো
কথা হয়, তবু সেই কথা বহুদূর
কথা বহুদূর, কথা বহুদূর

দিন যায়, রাত যায়
যে দিনের আশায়
সেই দিন আর কত দূর
জানি না আর কত দূর
জানি না আর কত দূর
জানি না আর কত দূর
জানি না আর কত দূর



Credits
Writer(s): Kumar Sanu, Goutam Susmit
Lyrics powered by www.musixmatch.com

Link