Barale Haat Bondhu Sobai

এই বিচিত্র জীবনধারা
বিচিত্র মানুষেরই মন, ওউ ও
সব মানুষ থাকে স্বপ্ন নিয়ে
সেই স্বপ্ন কি সব হয় পূরণ, ওউ ও
স্বপ্নে যখন বন্ধুত্বেরই হাত বাড়াও
চিঠির উত্তরে কখনও সম্মতি চাও

বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
দু'টি মনের গভীরতাও থাকতে হয়
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম
বাড়ালে হাত বন্ধুত্ব তখনই হয়

দেখেছি সুখের হাটে, অসুখী স্বপ্ন কিছু
তবুও মানুষ ছোটে মিথ্যে আবেগের পিছু
প্রেম কি কাগজের ফুল, চেয়ে পাওয়া তা সহজ?
খুঁজতে গিয়েছি প্রেম, হয়ে গেছে সে নিখোঁজ

বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
দু'টি মনের গভীরতাও থাকতে হয়
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম
বাড়ালে হাত বন্ধুত্ব তখনই হয়

আমি অতি সাধারণ
কে হবে বন্ধু আমার?
অবচেতন মন বলে
নাও খুঁজে সঙ্গী তোমার
চাইলে কি যায় পাওয়া বলো ঐ চাঁদের কিরণ?
যায়না সহজে মন পাওয়া মনের মতন

বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
দু'টি মনের গভীরতাও থাকতে হয়
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম
বাড়ালে হাত বন্ধুত্ব তখনই হয়

এই বিচিত্র জীবনধারা
বিচিত্র মানুষেরই মন, ওউ ও
সব মানুষ থাকে স্বপ্ন নিয়ে
সেই স্বপ্ন কি সব হয় পূরণ, না
স্বপ্নে যখন বন্ধুত্বেরই হাত বাড়াও
চিঠির উত্তরে কখনও সম্মতি চাও

বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
দু'টি মনের গভীরতাও থাকতে হয়
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম
বাড়ালে হাত বন্ধুত্ব তখনই হয়



Credits
Writer(s): Prince Mahmud
Lyrics powered by www.musixmatch.com

Link