Na Na Na

চেয়ে দেখ তুমি চোখ মেলে
চিনতে আমায় পারো কিনা
পুরোনো সেই কষ্ট নিয়ে
বেঁচে আছি তুমি হীনা
না না না এভাবে আর বাঁচা যায়না
না না না যা চেয়েছি কেনো পাইনা

চেয়ে দেখ তুমি চোখ মেলে
চিনতে আমায় পারো কিনা
পুরোনো সেই কষ্ট নিয়ে
বেঁচে আছি তুমি হীনা

এইতো সেদিন ভুলে চেনা পথ
গেছো অভিমানী পথে
সিক্ত চোখের সুপ্ত আবেগে
পারিনি ডেকে ফেরাতে

এইতো সেদিন ভুলে চেনা পথ
গেছো অভিমানী পথে
সিক্ত চোখের সুপ্ত আবেগে
পারিনি ডেকে ফেরাতে

সেই থেকে কতো যে রাত
কেঁদে কেঁদে জলপ্রপাত
কাউকে বোঝাতে পারিনা

না না না এভাবে আর বাঁচা যায়না
না না না যা চেয়েছি কেনো পাইনা

এই তো আমার কেটেছে প্রহর
বুকে নিয়ে চাপা ব্যথা
প্রশ্ন করে নিজেরেই কাছে পেয়েছি নিরবতা
এই তো আমার কেটেছে প্রহর
বুকে নিয়ে চাপা ব্যথা
প্রশ্ন করে নিজেরেই কাছে পেয়েছি নিরবতা
সেই থেকে কতো যে রাত
কেঁদে কেঁদে জলপ্রপাত
কাউকে বোঝাতে পারিনা

না না না এভাবে আর বাঁচা যায়না
না না না যা চেয়েছি কেনো পাইনা

চেয়ে দেখ তুমি চোখ মেলে
চিনতে আমায় পারো কিনা
পুরোনো সেই কষ্ট নিয়ে
বেঁচে আছি তুমি হীনা

না না না এভাবে আর বাঁচা যায়না
না না না যা চেয়েছি কেনো পাইনা



Credits
Writer(s): Rajesh, Shofiq Tuhin
Lyrics powered by www.musixmatch.com

Link