Keno Prem Hariye Jay

কেন প্রেম হারিয়ে যায়?
থাকে শুধু দুঃখ স্মৃতির পাতায়
কেন মন ভেঙে যায়?
আঘাতে আঘাতে শুধু বেদনায়

প্রেমহীন পৃথিবী মিথ্যে হয়ে যায়
চাইনা বাঁচতে আমি না পেলে তোমায়

কেন প্রেম হারিয়ে যায়?
থাকে শুধু দুঃখ স্মৃতির পাতায়
কেন মন ভেঙে যায়?
আঘাতে আঘাতে শুধু বেদনায়

পুরোনো কথা মনে পড়ে বারবার
এসোনা ফিরে তুমি জীবনে আবার
ভুলে যাবো ছিল যত মনে অভিমান
শুধরে নেবো ভুল অনুশোচনায়
পুরোনো কথা মনে পড়ে বারবার
এসোনা ফিরে তুমি জীবনে আবার
ভুলে যাবো ছিল যত মনে অভিমান
শুধরে নেবো ভুল অনুশোচনায়

প্রেমহীন পৃথিবী মিথ্যে হয়ে যায়
চাইনা বাঁচতে আমি না পেলে তোমায়
কেন প্রেম হারিয়ে যায়?
থাকে শুধু দুঃখ স্মৃতির পাতায়
কেন মন ভেঙে যায়?
আঘাতে আঘাতে শুধু বেদনায়

আশার প্রদীপ জ্বলবে না কি আর?
ফাগুন আলোর দেখা ফিরে কি আবার?
পথ চেয়ে বসে থাকি একা নিরালায়
দিনগুলি আজও তাই আশায় আশায়
আশার প্রদীপ জ্বলবে না কি আর?
ফাগুন আলোর দেখা ফিরে কি আবার?
পথ চেয়ে বসে থাকি একা নিরালায়
দিনগুলি আজও তাই আশায় আশায়

প্রেমহীন পৃথিবী মিথ্যে হয়ে যায়
চাইনা বাঁচতে আমি না পেলে তোমায়
কেন প্রেম হারিয়ে যায়?
থাকে শুধু দুঃখ স্মৃতির পাতায়
কেন মন ভেঙে যায়?
আঘাতে আঘাতে শুধু বেদনায়

প্রেমহীন পৃথিবী মিথ্যে হয়ে যায়
চাইনা বাঁচতে আমি না পেলে তোমায়
কেন প্রেম হারিয়ে যায়?
থাকে শুধু দুঃখ স্মৃতির পাতায়
কেন মন ভেঙে যায়?
আঘাতে আঘাতে শুধু বেদনায়



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link