Chole Jao Bondhu

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে
দেবো না, বাঁধা কোনো দেবো না
থেকে যাও নিজেকে নিয়ে

দূরে রবো আমি
শুধু তোমার সুখ কামনায়
স্মৃতি নিয়ে এ মন
আজীবন ভালোবাসবে তোমায়

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে
দেবো না, বাঁধা কোনো দেবো না
থেকে যাও নিজেকে নিয়ে

এ জীবনে একবার
একজনকেই ভালোবাসা যায়
কাঁচসম একটি হৃদয়
ভেঙে গেলে ভরে যায় অপূর্ণতায়

এ জীবনে একবার
একজনকেই ভালোবাসা যায়
ভালোবাসা যায়
কাঁচসম একটি হৃদয়
ভেঙে গেলে ভরে যায় অপূর্ণতায়

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে
দেবো না, বাঁধা কোনো দেবো না
থেকে যাও নিজেকে নিয়ে

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে

দূরে রবো আমি
শুধু তোমার সুখ কামনায়
স্মৃতি নিয়ে এ মন
আজীবন ভালোবাসবে তোমায়

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে
দেবো না, বাঁধা কোনো দেবো না
থেকে যাও নিজেকে নিয়ে



Credits
Writer(s): Syed Hasanur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link