O Lolona

Yeah
Uh
Yeah
Yeah, yeah

ও ললনা, ললনা, ও ললনা
ও ললনা, ললনা, ও ললনা

ও ললনা, আজ বলো না বাসবে ভালো কি?
(বাসবে ভালো কি, বাসবে ভালো কি?)
ও রূপসী, এক উপসী হৃদয় এনেছি
(হৃদয় এনেছি, হৃদয় এনেছি)

বলো না, বলো না, ললনা
ছলনা ছেড়ে দাও, চলো না

ও ললনা, আজ বলো না বাসবে ভালো কি?
ও রূপসী, এক উপসী হৃদয় এনেছি
(Yeah)

উড়ু উড়ু মন হলে কী করি এখন?
আছি tension-এ খুব, তুমি রেখেছো যেমন
উড়ু উড়ু মন, কী করি এখন?
Tension-এ খুব, রেখেছো যেমন
দু'জনেই যদি আছি রাজি
পাকাপাকি হয়ে যাবে আজই

বলো না, বলো না, ললনা
ছলনা ছেড়ে দাও, চলো না
(Yeah)

ও ললনা, আজ বলো না বাসবে ভালো কি?
ও রূপসী, এক উপসী হৃদয় এনেছি

Down, drop it, drop it
Ooh yeah, I'm on it
Oh, drop it, drop it
Down, ooh, I'm on it

ক্যাচড়-ম্যাচড়, হ্যাচড়-ফ্যাচড়
যারা দেখে জ্বলছে আমায়, জ্বলুক
ছুতোয়-নাতায়, ছুতোয়-কাথায়
Jealousy-রা আজ দমকল ডাকুক

তোমায় পাওয়ার Beckenbauer
ইচ্ছেরা দিন-রাত free kick চায়
তোমার figure, বলবো কি আর
দেখে শুনে পড়শীরা মূর্ছা যায়

ও ললনা, ললনা, ও ললনা
ও ললনা, ললনা, ও ললনা

জানো না প্রিয়া, কিছু বোঝো না কি আর?
করো না share, cell number
জানো না প্রিয়া, বোঝো না কি আর?
করো না share, cell number
দু'টো মন যদি সবই জানে
দূরে দূরে থাকার কী মানে?

বলো না, বলো না, ললনা
ছলনা ছেড়ে দাও, চলো না
(Yeah)

ও ললনা, আজ বলো না বাসবে ভালো কি?
(বাসবে ভালো কি, বাসবে ভালো কি?)
ও রূপসী, এক উপসী হৃদয় এনেছি
(হৃদয় এনেছি, হৃদয় এনেছি)

বলো না, বলো না, ললনা
ছলনা ছেড়ে দাও, চলো না
(Yeah)

ও ললনা, ললনা, ও ললনা
ও ললনা, ললনা, ও ললনা



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link