Aami Tomari Thakbo (From "Poran Jaye Jaliare")

চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানায়
খেয়াল শ্রোতে চাইলে তুমি অন্য মোহনা
চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানায়
খেয়াল শ্রোতে চাইলে তুমি অন্য মোহনা
তবু তোমার সুখে ব্যাথার জোয়ার এ বুকে ডাকব
শুধু তোমারই থাকব
আমি তোমারই থাকব
আমি তোমারই থাকব
আমি তোমারই থাকব

আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম
চোখের জলেই দিয়ে যাব ভালবাসার দাম
তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখব
আমি তোমারই থাকব
আমি তোমারই থাকব
শুধু তোমারই থাকব
আমি তোমারই থাকব

যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা
দেবে সেই চাদের আলো, গড়ালে সন্ধ্যা বেলা
ওওও
যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা
দেবে সেই চাদের আলো, গড়ালে সন্ধ্যা বেলা
যদি কারো হৃদয় ভাংগে, লিখ প্রেম আমার নামে
আমি আজ বিদায় জানালাম

সুখে থেক, ভাল থেক
সুখে থেক, ভাল থেক দূর থেকে চাইব
সুখে থেক, ভাল থেক দূর থেকে চাইব
তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখব
শুধু তোমারই থাকব
আমি তোমারই থাকব
আমি তোমারই থাকব
আমি তোমারই থাকব

দেব না দোষ ছলনা, ভুলে যাও যদি আমায়
এভাবেই বাসব ভাল, চিরদিন আমি তোমায়
ওওও
দেব না দোষ ছলনা, ভুলে যাও যদি আমায়
এভাবেই বাসব ভাল, চিরদিন আমি তোমায়

আজও এই স্বপ্ন আশা, পেতে চাই ভালবাসা
তবু হায় তোমায় হারালাম
সুখে থেক, ভাল থেক
সুখে থেক, ভাল থেক দূর থেকে চাইব

সুখে থেক, ভাল থেক দূর থেকে চাইব
তবু তোমার জন্যে মনের দুয়ার খোলা যে রাখব
শুধু তোমারই থাকব
আমি তোমারই থাকব
আমি তোমারই থাকব
আমি তোমারই থাকব



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link