Mon Bhalo Nei (From "Shaheb Bibi Golaam")

কোথায় ছিলে সেই সকালে?
তোমায় খুঁজছে কলের জল
বৃষ্টি নেমেছিলো সেই সকালে
তোমার জানলা সব অচল

কোথায় ছিলে সেই সকালে?
তোমায় খুঁজছে কলের জল
বৃষ্টি নেমেছিলো সেই সকালে
তোমার জানলা সব অচল

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল তবু সে
আর এক দু ফোঁটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে কেন যে

তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চোখ

খবর আসে বারো মাসে
তেরো ভাবে ছোঁয়া যায়
বেঁচে ওঠে সেই সকালে
গাছের পাতা ভরসা পায়

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল তবু সে
আর এক দু ফোঁটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে কেন যে

তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চোখ

আর একটা রোদের দিন
চাইতে পারি না
লজ্জা রাঙা থাক রুমাল তবু সে
আর এক দু ফোঁটা নীল
পোস্ট অফিসের নাম
ভুল লিখেছি ভুল করে কেন যে

তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চোখ

তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
তাই ভালো নেই, ভালো নেই
মন ভালো নেই, ভালো নেই
যেন ঘষা কাঁচে ঘষে গেছে চোখ



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link