Aami Raji

হাওয়া লাগে চোখে মুখে
ভাল লাগে কম বেশি
গড়িয়ে যাক অফিস কাজ
খালের পাশাপাশি

হাওয়া লাগে চোখে মুখে
ভাল লাগে কম বেশি
গড়িয়ে যাক অফিস কাজ
খালের পাশাপাশি

এই সময়, একটু ভয়
মনের ভিতর কি সব হয়
কাঁপছে হাত, ডাকছে রাত
জীবন পাল্টে ফেলছে স্বাদ
হয়তো সেখানেই যেতে

আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি

গতে বাঁধা, কালো সাদা
মাটির কাছাকাছি
কুয়াশাতে ঢেকেছে মুখ
রোদের কারসাজি

ফাঁকা বিকেল, চারিদিকে
গানের পাল্টে যাচ্ছে স্কেল
কে ছুঁয়ে যায়, কে খালি পায়?
গড়িয়ে পড়ছে সারা গায়
হয়তো সেখানেই যেতে

আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি

এই পাহাড়ের গন্ধ শুষে ফেলে
লালালা লা লা লা
ছুটির মেজাজে স্বপ্নের কাছাকাছি এলে (এলে)
আমাদের চিৎকার আজ থামবেনা, থামবেনা

আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি
আ-আ-আ-মি, রা-রা-রা-জি



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link