Ek Purono Masjide (From "Zulfiqar")

(المدد، الله مدد)
(ال-المدد، الله مدد)
(المدد، الله مدد)
(ال-المدد، الله مدد)

এক পুরনো মসজিদে
গান ধরেছে মুর্শিদে
(المدد، الله مدد)
(ال-المدد، الله مدد)

এক পুরনো মসজিদে
গান ধরেছে মুর্শিদে
কলের পুতুল, কলের গান
জমলো শুধু অভিমান

রাজার হলো খুব অসুখ
জ্বললো বাড়ি, ভাঙলো বুক
রাজার মুকুট, রাজার সাজ
অন্য কেউ তা পরবে আজ

এক পুরনো মসজিদে
গান ধরেছে মুর্শিদে

(المدد، الله مدد)
(ال-المدد، الله مدد)
(المدد، الله مدد)
(ال-المدد، الله مدد)

একে একে খসলো সবই
হাসলো শুধু সিংহাসন
হিংসা যাকে বাসলো ভালো
মানবে কেন সে বারণ?

এক নিমেষে বন্ধু যাকে
ভাবলে তারও রঙ বদল
যার হাসিতে পড়লে ধরা
খেলা শেষে সেও নকল

এরই মধ্যে হাঁটছি দেখো
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়
ফাঁকা রাস্তার এই ধুলো

এক পুরনো মসজিদে
গান ধরেছে মুর্শিদে

কলের পুতুল, কলের গান
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ
জ্বললো বাড়ি, ভাঙলো বুক

আল্লাহ
আল্লাহ

এক হাতে এই জখম ঢেকে
বলছি হেসে শুকরিয়া
অন্য হাতে রাখছি ধরে
যুদ্ধ যে তার হাতিয়ার

ও, একটা হিসেব মিললো না তাই
রক্তে লেখা একটা রঙ
কে খোদাকে পৌঁছে দেবে?
কোন ঠিকানায় লিখবো খাম?

এরই মধ্যে হাঁটছি দেখো
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়
ফাঁকা রাস্তার এই ধুলো

এক পুরনো মসজিদে
গান ধরেছে মুর্শিদে
কলের পুতুল, কলের গান
জমলো শুধু অভিমান

রাজার হলো খুব অসুখ
জ্বললো বাড়ি, ভাঙলো বুক
রাজার মুকুট, রাজার সাজ
অন্য কেউ তা পরবে আজ

এক পুরনো মসজিদে (المدد، الله مدد)
গান ধরেছে মুর্শিদে (ال-المدد، الله مدد)
এক পুরনো মসজিদে (المدد، الله مدد)
গান ধরেছে মুর্শিদে (ال-المدد، الله مدد)

(المدد، الله مدد)
(ال-المدد، الله مدد)
আল্লাহ (المدد، الله مدد، ال-المدد، الله مدد)
আল্লাহ (المدد، الله مدد، ال-المدد، الله مدد)
(المدد، الله مدد، ال-المدد، الله مدد)



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link