Ki Kore Bolbo Tomaye (Female Version)

কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই

কি করে বলব তোমায়
কেন এই মন হাত বাড়ায়
আবারো হাড়িয়ে সে যায়
তোমার থেকেই

তুমি জানতে পারনি
কত গল্প পুড়ে যায়
তুমি চিনতে পারনি
আমাকে হায়...

কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই

পথ ভুলে গেছি চলে
দূরের কুয়াশায়
তবু আমার ফিরে আসার
সত্যি নেই উপায়
তুমি আমার জিতের বাজী
তুমি আমার হার

কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেনও সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই

যদি বলি চোরাগলি মনের যায় কোথায়
আসবে কি?
রাখবে কি?
তোমার ওঠা পড়ায়
তুমি আমার জ্বালিয়ে নেওয়া
কোন শুকতারা
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই
তুমি জানতে পারনি
কত গল্প পুড়ে যায়
তুমি চিনতে পারনি
আমাকে হায়...

কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায়
তোমার থেকেই



Credits
Writer(s): Prasen, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link