Monu Karonay Sathi (From "Tok Misti Jibon")
তোমায় পেলাম, এলো মনে হাজার আলোর বন্যা
তোমায় পেলাম, এলো মনে হাজার আলোর বন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা
তাই তো এত কাছে এলাম, পূর্ণ হলো আশা
জীবনেরই স্বাদ পেলাম আজকে নতুন করে
সুখ যেন হাত বাড়িয়ে এলো আমার ঘরে
স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা
স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
দুষ্টু নদী যতই খুঁজুক এদিক-ওদিক নিশানা
মিলবে এসে পথের শেষে সাগর যে তার ঠিকানা
লাগলো হাওয়া মনের পালে, খুশির খেয়া দোলে
আজকে বলো সূর্যটাকে, "নাইবা অস্ত গেলে"
ও মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা
মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
তোমায় পেলাম, এলো মনে হাজার আলোর বন্যা
ও তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
হ্যাঁ, অন্য কারো না, সাথী, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
তোমায় পেলাম, এলো মনে হাজার আলোর বন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা
তাই তো এত কাছে এলাম, পূর্ণ হলো আশা
জীবনেরই স্বাদ পেলাম আজকে নতুন করে
সুখ যেন হাত বাড়িয়ে এলো আমার ঘরে
স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা
স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
দুষ্টু নদী যতই খুঁজুক এদিক-ওদিক নিশানা
মিলবে এসে পথের শেষে সাগর যে তার ঠিকানা
লাগলো হাওয়া মনের পালে, খুশির খেয়া দোলে
আজকে বলো সূর্যটাকে, "নাইবা অস্ত গেলে"
ও মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা
মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
তোমায় পেলাম, এলো মনে হাজার আলোর বন্যা
ও তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
হ্যাঁ, অন্য কারো না, সাথী, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
Credits
Writer(s): Babul Bose, Gautam Sushmit
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
- Gaane Bhuban Bhariye Debo (From "Gaane Bhuban Bhariya Debo, Pt. 1")
- Dekhechhi Tumar Chokhe (From "Guru Sishya")
- Monu Karonay Sathi (From "Tok Misti Jibon")
- Keu Na Keu Aasbey (From "Jibon Judh")
- Shamne Tumi Aele (From "Aashroy")
- Esona Aaj Ei Shapat Kori (From "Guru Sishya")
- Ai To Besh Ek Mishti Jibon (From "Tok Misti Jibon")
- Akhane Aashini Aami (From "Aashroy")
- Aaj Brishti Veza (From "Jawab Chai")
- Achena Ajana (From "Gaane Bhuban Bhariya Debo, Pt. 1")
All Album Tracks: Rituparna Sengupta - Versatile Bengali Actress >
Altri album
- Ultimate Bengali Hits of Kumar Sanu & Alka Yagnik Evergreen Collection
- Aankh Hai Bhari Bhari (Duet Version) [From "Tum Se Achcha Kaun Hai"]
- Songs & Dialogues (From "Dilwale") - Single
- Saawli Saloni Teri (From "Hum Sub Chor Hain")
- Golden Hits (Kumar Sanu & Alka Yagnik)
- Legendary Hits of Kumar Sanu & Alka Yagnik
- Byatha Aur Prem Kavita, Vol. 1
- Rang Lini Re
- Swamir Adesh
- Kumar Sanu & Alka Yagnik, Vol. 2
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.