Monu Karonay Sathi (From "Tok Misti Jibon")

তোমায় পেলাম, এলো মনে হাজার আলোর বন্যা
তোমায় পেলাম, এলো মনে হাজার আলোর বন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না

তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না

আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা
তাই তো এত কাছে এলাম, পূর্ণ হলো আশা
জীবনেরই স্বাদ পেলাম আজকে নতুন করে
সুখ যেন হাত বাড়িয়ে এলো আমার ঘরে

স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা
স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না

দুষ্টু নদী যতই খুঁজুক এদিক-ওদিক নিশানা
মিলবে এসে পথের শেষে সাগর যে তার ঠিকানা
লাগলো হাওয়া মনের পালে, খুশির খেয়া দোলে
আজকে বলো সূর্যটাকে, "নাইবা অস্ত গেলে"

ও মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা
মনে জাগে তোমায় ঘিরে কত হাজার বর্ণনা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না

তোমায় পেলাম, এলো মনে হাজার আলোর বন্যা
ও তোমায় পেলাম ভাগ্য গুনে শোনো গো রাজকন্যা
আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না
হ্যাঁ, অন্য কারো না, সাথী, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না
অন্য কারো না, সাথী, অন্য কারো না



Credits
Writer(s): Babul Bose, Gautam Sushmit
Lyrics powered by www.musixmatch.com

Link