Ogo Nirupama (From "Anindita")

ওগো নিরুপমা
করিও ক্ষমা
তোমাকে আমার ধরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না
পারিলাম না তো কিছুতেই

ওগো নিরুপমা
করিও ক্ষমা
তোমাকে আমার ধরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না
পারিলাম না তো কিছুতেই

হয়তো তোমার অনেককিছুই আছে
তবু নেই দাম তার
কোনওই আমার কাছে
হয়তো তোমার অনেককিছুই আছে
তবু নেই দাম তার
কোনওই আমার কাছে
আমার এ পথ
তোমার পথের সাথে
মিলবে না যেন কিছুতেই
মিলবে না যেন কিছুতেই
ওগো নিরুপমা

লতার মতোই ছড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
লতার মতোই ছড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা
আমি কোনওদিন
ভুলবো না যেন কিছুতেই
ভুলবো না যেন কিছুতেই

ওগো নিরুপমা
করিও ক্ষমা
তোমাকে আমার ধরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না
পারিলাম না তো কিছুতেই
ওগো নিরুপমা



Credits
Writer(s): Mukul Dutta, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link