Jei Na Tomay Dekhlam (From "First Love Letter")

যেই না তোমায় দেখলাম
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: অনুপমা দেশপাণ্ডে

[যেই না তোমায় দেখলাম
তোমায় আমি দেখলাম
আকুল ব্যাকুল মনটা নিয়ে,
কত না রাত জাগলাম]-২

[এই পলকের এ দেখাতে
এমন গরবি হলাম
এই মনের কুঞ্জেতে যেন
রাধাকে খুঁজে পেলাম (ও ও)]-২
এই প্রেম নয়তো এক জনমের
এ চিরকালের;
এই প্রেম হল তোমার আমার
লক্ষ জনমের;
বাঁশরি বানিয়ে আমায়
অধরে ছোঁয়াও
[যেই না তোমায় দেখলাম
তোমায় আমি দেখলাম
আকুল ব্যাকুল মনটা নিয়ে
কতনা রাত জাগলাম]-২
ও ও ও ও ও ও ও ও ও ও
আ আ ও ও ও ও ও ও

[পর্বতের ওপর থেকে
আমায় যখন তাই ডাকো
ঝর্ণা হয়ে ছুটে যাই,
তার কোনো খোঁজ কি রাখো(হো হো)]-২
চলতে ফিরতে আসতে যেতে
তোমায় ভাবি রোজ;
হয়ত তুমি তার কোনো
রাখ নাতো খোঁজ;
প্রদীপ হয়ে তুমি তোমার
শিখাকে জাগাও
[যেই না তোমায় দেখলাম,
তোমায় আমি দেখলাম
আকুল ব্যাকুল মনটা নিয়ে,
কত না রাত জাগলাম]-২
ও ও ও আ আ



Credits
Writer(s): Bappi Lahiri, Pulak Bandhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link