Swapno Jeno Pelo Bhasha

সুমোন

ও ও ও হো.হো...
এ হে হে হে...
ও ও ও...
হে এ এ এ...
স্বপ্ন যানো
পেলো ভাষা
সত্তি হলো
মনের আসা
থাকবে চির দিন.
এ ভালবাসা
ও ও ও ...
এ এ এ এ...
ও ও ও...

দুটি চোখে
নেমে আসা
স্বপ্ন এলে
তুমি ভাষা

থাকবে চির দিন.
এ ভালবাসা
ও ও ও ...
এ এ এ এ...
ও ও ও...

স্বপ্ন যানো
পেলো ভাষা...

মিউজিক

মন ভিজে ভিজি গালো জে
পেমেরি বূক্ষিতে
রাত জেতে জেতে থামলো জে

স্বপ্নেরি দূষটিতে

মন ভিজে ভিজি গালো জে
পেমেরি বূক্ষিতে
রাত জেতে জেতে থামলো জে. হা হা.

স্বপ্নেরি দূষটিতে

রাত জোনাকি . হা আ আ.

মনের আসা ...হা আ আ .
আজকে পেলো... হা আ আ ...
সুখের ভাষা

থাকবে চির দিন.
এ ভালবাসা
ও ও ও ...
এ এ এ এ...
ও ও ও...

স্বপ্ন যানো
পেলো ভাষা...

লা লা লা লা...
লা লা .লা লা
লা লা লা... লা লা
লা লা লা
লা লা লা
লা লা লা...
লা লা লা লা...

পিরেম খুজে খুজে পেল জে
ওই মনের ঠিকানা
আজ বারে বারে মনে হয়
নেই পেমের সিমানা

পিরেম খুজে খুজে পেল জে.
ওই মনের ঠিকানা...
আজ বারে বারে মনে হয়.
নেই পেমের সিমানা.
ও দিনের বুকে
রাতের নেশা
দুটি মনের কাছে আসা
ও ও ও থাকবে চির দিন.
এ ভালবাসা
ও ও ও হো...
এ এ এ এ...
হো ও ও ও...
ও ও ও হো...
এ এ এ এ...
ও ও ও.



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Jeet Ganguly
Lyrics powered by www.musixmatch.com

Link