Halka Halka

শুধু তকেই ভালবাশতেই চাই
শুধু তকেই ঘিরে বাঁচতে চাই

কেনো ঘুমিয়ে থাকি তোকে জরিয়ে
ছবি লুকিয়ে রাখি তোকে জানতে না দিয়ে

তোর আর আমার এই হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আম এই ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে

আমায় দিলে সারা
শুরুর পথে চলে যাই
এমন দিশেহারা তোকে পলকে হারাই
কেনো তকেই ভাবি আর সন্ধে হয়
ছবি সাজানো কথা আর তা তো মিথেনয়

তোর আর আমার এই হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আম এই ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে

কেনো হলো এমন
আসায় বসে থাকি রোজ
সামনে চলে এলে শব্দের হচ্ছে নিখজ
কেনো ঘুমিয়ে থাকি তাকে জরিয়ে
ছবি লুকিয়ে রাখি তোকে জানতে না দিয়ে

তোর আর আমার এই হালকা হালকা প্রেমে
দে আজ ঘুম ভাঙিয়ে
তোর আর আম এই ঠান্ডা ঠান্ডা প্রেমে
দে আজ ভুল ভাঙিয়ে



Credits
Writer(s): Dabbu, Prosen
Lyrics powered by www.musixmatch.com

Link