Sukhohin Nishidin

সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
সতত হায় ভাবনা শত শত
নিয়ত ভীত পীড়িত
শির নত কত অপমানে

সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
সতত হায় ভাবনা শত শত
সতত হায় ভাবনা শত শত
সতত হায় ভাবনা শত শত
নিয়ত ভীত পীড়িত
শির নত কত অপমানে

সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে

জানো না রে অধ-ঊর্ধ্বে
জানো না রে অধ-ঊর্ধ্বে
বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে
সেই অভয়-আশ্রয়

তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে

সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
সতত হায় ভাবনা শত শত
নিয়ত ভীত পীড়িত
শির নত কত অপমানে

সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link