Dhulo Dhulo Hoye Jachhe Amar Chena Prithvi

ধুলো ধুলো হয়ে যাচ্ছে আমার চেনা পৃথিবী
বিস্ফোরণে পুড়ছে দীর্ঘশ্বাস
ধুলো ধুলো হয়ে যাচ্ছে আমার চেনা পৃথিবী
বিস্ফোরণে পুড়ছে দীর্ঘশ্বাস
জুড়বে না আর খন্ডে খন্ডে ভাঙ্গা ধারণা
ঘোলা মেঘে মুখ ঢেকে নিয়েছে মহাকাশ
ঘোলা মেঘে মুখ ঢেকে নিয়েছে মহাকাশ

গুঁড়ো গুঁড়ো হয়ে গুঁড়িয়ে যাচ্ছে যত কবিতা
ব্যাকুলতা হারিয়ে বোবা হাহাকার
তবু তোর চোখে চেনা চোখ খুঁজি আমি মানুষের
অস্ত্রের চেয়ে বেশি অশ্রুর ধার

কীসের লোভে হন্য হলে জীবনের মুখ মৃত্যুর নীল ছোবলে
বলো কী করে ফিরবে ঘরে যদি অসুখের অস্তাচলে
হারাও এবার

কেন যে তোমার আমার বৃত্তে
এভাবে মিথ্যে চাইছে জিততে
অশনি সংকেত হানে অশুভ উন্মাদনা
কেন যে তোমার আমার বৃত্তে
এভাবে মিথ্যে চাইছে জিততে
অশনি সংকেত হানে অশুভ উন্মাদনা

সবই তো ধ্বংস হতে পারে হিংস্র নৃশংস এ আঁধারে
আলো জ্বলে কি কেউ বলবে না "কেঁদো না"?

অভিশাপের এ পাপেই থাকার কথা ছিল কি
বুকে হাত রেখে ভেবে দেখিস একবার
অভিশাপের এ পাপেই থাকার কথা ছিল কি
বুকে হাত রেখে ভেবে দেখিস শেষ বার
আমি তবু ভাঙাচোরা কূপে হাতড়াবো মৃতদেহের
যদি হয় তোর জীবন্ত দেহ উদ্ধার

কীসের লোভে হন্য হলে জীবনের মুখ মৃত্যুর নীল ছোবলে
বলো কী করে ফিরবে ঘরে যদি অসুখের অস্তাচলে
কীসের লোভে বন্য হলে প্রেমিকের মুখ মৃত্যুর বিষ ছোবলে
কীসের জোরে ফিরবে ঘরে যদি অসুখের অস্তাচলে
হারাও আবার



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link